Showing posts with label চাকরির পত্র. Show all posts
Showing posts with label চাকরির পত্র. Show all posts

Friday, October 22, 2021

অষ্টম শ্রেণি পাসে চাকরি দেবে আরএফএল গ্রুপ

অষ্টম শ্রেণি পাসে চাকরি দেবে আরএফএল গ্রুপ

 অষ্টম শ্রেণি পাসে চাকরি দেবে আরএফএল

শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘ড্রাইভার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
অভিজ্ঞতা: ০২ বছর
লাইসেন্স: বৈধ ড্রাইভিং লাইসেন্স

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২০-৪৫ বছর
বেতন: আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা

যা প্রয়োজন: পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র ও ২ কপি ছবি।

সাক্ষাৎকারের সময়সূচি
jagonews24

Monday, October 18, 2021

"ঢাকা বিশ্ববিদ্যালয়ে" শিক্ষক নিয়োগ

"ঢাকা বিশ্ববিদ্যালয়ে" শিক্ষক নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়

"ঢাকা বিশ্ববিদ্যালয়" শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির আরবি বিভাগে সহযোগী অধ্যাপক নেওয়া হবে


বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে
আবেদন করতে পারেন যে কেউ।

পদের নাম: সহযোগী অধ্যাপক

বিভাগ: আরবি বিভাগ

পদসংখ্যা: ১

যোগ্যতা: আরবি বিষয়ে পিএইচডি/সমমানের ডিগ্রি, বিশ্ববিদ্যালয় কিংবা উচ্চতর কোনো গবেষণা প্রতিষ্ঠানে সাত বছরের শিক্ষাদান এবং গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা

যেভাবে আবেদন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এক হাজার টাকা মূল্যের পে-অর্ডার করে সার্টিফিকেট, মার্কসশিট, অভিজ্ঞতার সনদসহ ১১ কপি আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর ২০২১।

চাকরির আবেদন করার নিয়ম

চাকরির আবেদন করার নিয়ম

 


চাকরির আবেদন পত্র লেখার নিয়ম :

আমরা বিভিন্ন প্রয়ােজনে আবেদনপত্র লিখে থাকি। পড়াশুনা শেষ করে বা পড়াশুনা চলাকালীন অবস্থায় আমরা চাকরির জন্য আবেদন করি। যে আবেদনপত্র কোনাে ব্যবসায়িক বা শিক্ষাপ্রতিষ্ঠান বা সংস্থার কোনাে পদে নিয়ােগ প্রাপ্তির উদ্দেশ্যে লেখা আবেদনপত্র বলা হয়। 

চাকরির আবেদনপত্র লেখা ও পাঠানাের সময় কতিপয় নিয়ম অনুসরণ করতে হয়। শত উপস্থাপিত হলােー


১. চাকরির ক্ষেত্রে ভাষাগত দক্ষতা খুবই আবশ্যক। এজন্য কর্তৃপক্ষের নজর কাড়ার উদ্দেশ্যে আবেদনপত্র হতে হয় সুলিখিত, সুন্দর ও নির্ভুল। 

২. তারিখ : আবেদনপত্রের শুরুতে বামদিকে তারিখ উল্লেখ করতে হয়। 

৩. প্রারম্ভিক শব্দ : তারিখ উল্লেখের পর বরাবর’ শব্দটি লিখতে হয়। 

৪. প্রাপকের নাম/পদবি ও ঠিকানা : চাকরির আবেদনপত্রের এ অংশে নিয়ােগকর্তার পদ ও নিয়ােগকারী প্রতিষ্ঠানের ঠিকানা লিখতে হয়। অনেকসময় দেখা যায়, নিয়ােগকারী প্রতিষ্ঠান গােপনীয়তা রক্ষা বা যেকোনাে ধরনের ঝামেলা এড়াতে তাদের ঠিকানা উল্লেখ না করে পােস্ট বক্স নম্বর উল্লেখ করে বা কোনাে পত্রিকার মাধ্যমে আবেদনপত্র আহ্বান করে। এ অবস্থায় অবশ্যই পােস্ট বক্স নম্বর উল্লেখ করে বা পত্রিকার ঠিকানা বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। সাম্প্রতিক সময়ে অনেক প্রতিষ্ঠান বিভিন্ন জবসাইটের মাধ্যমে জীবনবৃত্তান্ত আহ্বান করে। 

৫. বিষয় : প্রাপকের নাম/পদবি, ঠিকানার পর অবশ্যই প্রার্থিত পদের নাম উল্লেখ করে তা বিষয় হিসেবে লিখতে হয় ।

৬. সম্বােধন ও বিজ্ঞপ্তির সূত্র : বিষয়ের পর জনাব/মহােদয়/মহাত্মন’ বলে যথাযথ সম্বােধন করে বিজ্ঞপ্তির সূত্র ও তারিখ বা বিশ্বস্ত সূত্রের কথা উল্লেখ করতে হয়। 

৭. প্রয়ােজনীয় তথ্য : এ পর্যায়ে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য (নাম, মাতা-পিতার নাম, জন্ম তারিখ, ধর্ম, জাতীয়তা, বৈবাহিক অবস্থা), স্থায়ী ও অস্থায়ী ঠিকানা, যােগাযােগের উপায় (মােবাইল/ফোন নম্বর, ই-মেইল আইডি), শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সঠিকভাবে উল্লেখ করতে হয়। 

৮. অতিরিক্ত তথ্য : এক্ষেত্রে অতিরিক্ত যােগ্যতা, প্রশিক্ষণ, ভাষিক দক্ষতা প্রভৃতি সন্নিবেশ করতে হয়। 

৯. সংযুক্তি : আবেদনপত্রের শেষে, আবেদনপত্রে উল্লিখিত তথ্য প্রমাণের জন্য পরীক্ষার সনদপত্র, প্রশংসাপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্যতােলা পাসপোের্ট আকারের ছবি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, চাহিদাসাপেক্ষে দুজন বিশিষ্ট ব্যক্তির প্রশংসাপত্র সংযুক্ত করতে হয়।


চাকরির আবেদন পত্রের উদাহরণ



২ মার্চ ২০১৭ 
বরাবর 
ব্যবস্থাপক 
(ঠিকানা)
বিষয় : অফিস সহকারী পদের জন্য আবেদন। 

জনাব,
 
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, গত ১৮.০৮.২০২১তারিখে “বঙ্গ বার্তা'’-এ বিজ্ঞপ্তির সুবাদে অবগত হয়েছি যে, আপনার প্রতিষ্ঠানে কয়েকজন অফিস সহকারী নিয়ােগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার যােগ্যতা ও অভিজ্ঞতা আপনার সুবিবেচনার জন্য নিচে উপস্থাপন করছি 

ব্যক্তিগত তথ্য


নাম                              :... ..................... 
পিতার নাম                   : .........
মাতার নাম                   : 
জন্ম তারিখ                  :.....
জাতীয়তা                     :
ধর্ম                               :......... .
বৈবাহিক অবস্থা           : 
বর্তমান ঠিকানা            : 
স্থায়ী ঠিকানা                : 

যােগাযােগ 

মােবাইল/ফোন নম্বর : +৮৮০১...... 
ই-মেইল : .................@.......com 


শিক্ষাগত যােগ্যতা 

শিক্ষাগত যােগ্যতা


অভিজ্ঞতা

১. 
২. 

অতএব মহােদয়ের সমীপে নিবেদন এই যে, উপরিউক্ত যােগ্যতার বিবেচনায় আমাকে উক্ত পদে নিয়ােগ দেওয়ার জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি । 

নিবেদক 
রবিউল হোসেন
নোয়াখালী।


সংযুক্তি 

১. সকল পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি। 
. প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি। 
৩. অভিজ্ঞতার সনদের ফটোকপি। 
৪. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ। 
৫. সদ্যতােলা পাসপাের্ট আকারের তিন কপি ছবি।

Saturday, October 9, 2021

"আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি"

"আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি"

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রানজেকশন সার্ভিস অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড

পদের নাম: ট্রানজেকশন সার্ভিস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ২৮,৩৭০ টাকা

চাকরির ধরন: অস্থায়ী
প্রবেশনকাল: ০১ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩০ বছর
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০২১

সূত্র: ব্যাংকের ওয়েবসাইট

এসইউ/জিকেএস

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে ১৩টি পদে ৩০৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে ১৩টি পদে ৩০৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে ১৩টি পদে ৩০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কারিগরি শিক্ষা অধিদফতর

পদের বিবরণ
jagonews24

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ২৫ মার্চ ২০২০ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা dtev.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে ১-১১ নং পদের জন্য ১১২ টাকা, ১২-১৩ নং পদের জন্য ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের সময়: ২৭ অক্টোবর ২০২১ তারিখ সন্ধ্যা ০৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: যুগান্তর, ০৫ অক্টোবর ২০২১

এসইউ/জেআইএম