Sunday, October 31, 2021

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | পুলিশ নিয়োগ ২০২১ সার্কুলার




পুলিশ কনস্টেবল নিয়োগ 

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, পুলিশ নিয়োগ ২০২১ সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশে ৩,০০০ পদে মোট ১০,০০০ কনস্টবল নিয়োগ দেওয়া হবে। নতুন নিয়োগ প্রকাশ করেছে (বাংলাদেশ পুলিশ বিভাগ) । নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ বাংলাদেশের নারী ও পুরুষ উভয়ই প্রার্থীই আবেদন করতে পারিবে। চাকরি প্রত্যাশিত প্রার্থীদেরকে আনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পুলিশ নিয়োগ ২০২১ সার্কুলার

পুলিশ নিয়োগ ২০২১ সার্কুলার পূন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বিজ্ঞপ্তি প্রকাশিত প্রতিষ্ঠানবাংলাদেশ পুলিশ
চাকরির ধরনসরকারি চাকরি
পদের নামপুলিশ কনেস্টবলএসআই
পদ সংখ্যা৩,০০০ টি, ও ১ টি
নিয়োগ সংখ্যা১০,০০০ জন, অসংখ্য।
কোন জেলারসকল জেলার প্রার্থী।
প্রার্থীর বয়স১৮ থেকে ২০, ১৯-২৭ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি/সমমান/স্নাতক
আবেদনের মাধ্যমঅনলাইনে আবেদন
আবেদন শুরু০৮ অক্টোবর ২০২১
আবেদন শেষ২১ অক্টোবর এবং ৪ নভেম্বর ২০২১
কনস্টবল নিয়োগ পরীক্ষার শেষ তারিখ২৪,২৬ নভেম্বর ২০২১



SHARE THIS

Author: