Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

Saturday, October 23, 2021

এক নজরে নোয়াখালী জেলা

এক নজরে নোয়াখালী জেলা

 

Noakhali District
নোয়াখালী
Lokkhir Char, Noakhali
Lokkhir Char, Noakhali
Location of Noakhali District in Bangladesh
Location of Noakhali District in Bangladesh

Expandable map of Noakhali District
Coordinates: 22.70°N 91.10°E
Country Bangladesh
DivisionChittagong Division
Established1821
Government
 • Deputy CommissionerMohammad Khurshed Alam Khan
Area
 • District4,202.70 km2 (1,622.67 sq mi)
 • Metro
369.59 km2 (142.70 sq mi)
Population
 (2011census)
 • District3,109,078
 • Density740/km2 (1,900/sq mi)
Demonym(s)Noakhalian, Noakhailla
Literacy rate
 • Total70.65%
Time zoneUTC+06:00 (BST)
Postal code
3800
HDI (2018)0.596[1]
medium · 11th of 21
Websitewww.noakhali.gov.bd
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে একটি শরণার্থী শিবিরে ইসলামিক সেমিনারিতে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে একটি শরণার্থী শিবিরে ইসলামিক সেমিনারিতে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।

 


রোহিঙ্গা শরণার্থী শিবিরে হামলায় সাতজন নিহত: বাংলাদেশ পুলিশ
পুলিশ বলছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে একটি শরণার্থী শিবিরে ইসলামিক সেমিনারিতে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে একটি ইসলামিক সেমিনারিতে হামলাকারীরা অন্তত সাতজন নিহত হয়েছে, বাংলাদেশি পুলিশ জানিয়েছে।

আঞ্চলিক পুলিশ প্রধান শুক্রবার এএফপি নিউজ এজেন্সিকে বলেন, হামলাকারীরা কিছু ভিকটিমকে গুলি করে হত্যা করে এবং অন্যদের ছুরি দিয়ে ছুরিকাঘাত করে। কতজন আহত হয়েছে তা জানায়নি পুলিশ। "ঘটনার পরপরই আমরা একজন হামলাকারীকে গ্রেপ্তার করেছি," একটি সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের আঞ্চলিক প্রধান শিহাব কায়সার খান সাংবাদিকদের বলেছেন। ওই ব্যক্তিকে একটি বন্দুক, ছয় রাউন্ড গোলাবারুদ এবং একটি ছুরি পাওয়া গেছে, তিনি যোগ করেছেন।

তিন সপ্তাহ আগে বিস্তীর্ণ ক্যাম্পে রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা মহিবুল্লাহকে তার কার্যালয়ের বাইরে গুলি করে হত্যা করার পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে। মন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে মাদকের প্রবেশ ও বিক্রি রোধে নজরদারি এবং সীমান্ত টহল জোরদার করা হবে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একমাত্র আন্তঃসীমান্ত নদী নাফ নদীর ওপর নজরদারি জোরদার করা হবে, যোগ করেন তিনি। কামাল বলেন, ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ পর্যায়ে এবং ক্যাম্প জুড়ে বেশ কিছু ওয়াচ টাওয়ার রয়েছে যাতে গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। রোহিঙ্গা কর্মীরা বলছেন, শিবিরগুলোতে "ভয়ের পরিবেশ" বাড়ছে, মহিবুল্লাহ হত্যার পর থেকে তাদের মধ্যে কয়েকজনকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে।

গত ডিসেম্বরে বাংলাদেশ, যেখানে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আবাসিক, ২০,০০০ শরণার্থীকে ভাসানচর দ্বীপে স্থানান্তরিত করেছে। . এটি প্রত্যন্ত দ্বীপে উদ্বাস্তুদের সুবিধার্থে জাতিসংঘের সাথে একটি চুক্তি স্বাক্ষর করার পরে অতিরিক্ত 80,000 লোককে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে। ভাসানচর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে 50 কিলোমিটার (31 মাইল) দূরে এবং রাজধানী ঢাকার প্রায় 193 কিলোমিটার (120 মাইল) দক্ষিণে অবস্থিত। , যেখানে সরকার 1,400টি ক্লাস্টার হাউস নির্মাণ করেছে, প্রতিটি 16টি কক্ষ নিয়ে গঠিত।

সোর্স: নিউজ এজেন্সি

Sunday, October 17, 2021

সৌরজগতের রহস্য উদ্ধারে বৃহস্পতি গ্রহের পথে মহাকাশযান 'লুসি'

সৌরজগতের রহস্য উদ্ধারে বৃহস্পতি গ্রহের পথে মহাকাশযান 'লুসি'


পৃথিবী ছেড়ে বৃহস্পতির দিকে রওনা হয়েছে 'লুসি'

ছবির উৎস,

ছবির ক্যাপশান,

পৃথিবী ছেড়ে বৃহস্পতির দিকে রওনা হয়েছে 'লুসি'

জুপিটার বা বৃহস্পতিগ্রহের কাছে যেসব গ্রহাণু ঘুরে বেড়াচ্ছে, সেগুলো পরীক্ষানিরীক্ষা করে দেখতে একটি মহাকাশযান পাঠিয়েছে নাসা।

কীভাবে সৌরজগৎ তৈরি হয়েছে, এই অভিযান সেই রহস্য উম্মোচনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

একে বলা হচ্ছে, সৌরজগতের 'জীবাশ্ম' খোঁজার অভিযান।

শনিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে 'লুসি' নামের এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছে।

বৃহস্পতিগ্রহের কক্ষপথে গ্যাসের যে বিশাল আস্তরণ আছে, সেখানে গ্রহাণুর যে ঝাঁক বেধে ঘুরতে থাকে, সেই গ্রহাণুগুলো পর্যবেক্ষণ করবে মহাকাশ প্রোব লুসি।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা'র বিজ্ঞানীরা বলছেন, গ্রহগুলোর গঠন হওয়ার সময় এসব বস্তু অবশিষ্টাংশ হিসাবে রয়ে গেছে।

ফলে ট্রোজান নামে পরিচিত এসব গ্রহাণুর ভেতরে সৌরজগতের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র থাকতে পারে বলে মনে করা হয়।

আগেও গ্রহাণু পর্যবেক্ষণে মহাকাশযান পাঠিয়েছে নাসা।

ছবির উৎস,বb

ছবির ক্যাপশান,

আগেও গ্রহাণু পর্যবেক্ষণে মহাকাশযান পাঠিয়েছে নাসা।

আগামী ১২ বছর ধরে এই মিশনের পেছনে ৯৮ কোটি ১০ লাখ ডলার খরচ করার পরিকল্পনা করেছে নাসা। এর আগেও গ্রহাণু পর্যবেক্ষণে মহাকাশযান পাঠিয়েছে নাসা।

এই সময় ধরে লুসি সাতটি ট্রোজান (গ্রহাণু) পর্যবেক্ষণ করবে।

আফ্রিকা থেকে পাওয়া মানবদেহের একটি সুপরিচিত ফসিলের নাম 'লুসি'- যার মাধ্যমে আমরা পূর্বপুরুষদের সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি।

ওই নাম থেকেই নাসার এই মিশন অনুপ্রেরণা নিয়েছে-এবং নামটিও। পার্থক্য হল এই মহাকাশযানটি ইতিহাস খুঁজবে পৃথিবী থেকে লাখ লাখ কিলোমিটার দূরের একটি গ্রহে এবং বৃহস্পতিগ্রহের সঙ্গে সঙ্গে সূর্যের চারদিকে ঘুরবে।

লুসি তার সরঞ্জাম ব্যবহার করে একেকটা শহর আকৃতির এসব বস্তু পরীক্ষানিরীক্ষা করবে।

লুসি তার সরঞ্জাম ব্যবহার করে একেকটা শহর আকৃতির এসব বস্তু পরীক্ষানিরীক্ষা করবে।

কলোরাডোর সাউথওয়েস্ট রিসার্চ ইন্সটিটিউটের পক্ষে লুসি'র প্রধান পরীক্ষক হ্যাল লেভিশন ব্যাখ্যা করে বলছেন, ''ট্রোজান গ্রহাণুগুলো বৃহস্পতিগ্রহের কক্ষপথে ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে। তারা বৃহস্পতি আর সূর্যের মহাকর্ষীয় প্রভাবে আটকে আছে। সৌরজগতের শুরুতে যদি সেখানে কোন বস্তু রাখা হয়, তাহলে সেটা চিরদিন সেভাবেই থাকবে। সুতরাং এটা বলা যায়, এগুলো আসলে কোন গ্রহ থেকে গঠিত জীবাশ্ম।''

লুসি তার সরঞ্জাম ব্যবহার করে একেকটা শহর আকৃতির এসব বস্তু পরীক্ষানিরীক্ষা করবে। এগুলোর আকার, গঠন, ভূপৃষ্ঠের উপাদান, তাপমাত্রা এবং কী দিয়ে তৈরি- এসব বিষয় পরীক্ষা করবে।

এর পাশাপাশি বৃহস্পতি গ্রহের আশেপাশে অন্য যেসব গ্রহাণু আসবে, সেগুলোও পরীক্ষা করে দেখবে লুসি।

এই মহাকাশ অভিযানে লুসি ছয়শো কোটি কিলোমিটার পথ পাড়ি দেবে, যা একসময় অসম্ভব বলে ভাবা হতো।

ভিডিওর ক্যাপশান,

রকেটের মসৃণ অবতরণের পথে যত চড়াই-উৎরাই | Video source: BBC 

all copyright Reserve by : bongo-barta

CEO : ROBIUL HOSSAIN