Saturday, October 23, 2021

এক নজরে নোয়াখালী জেলা

এক নজরে নোয়াখালী জেলা

 

Noakhali District
নোয়াখালী
Lokkhir Char, Noakhali
Lokkhir Char, Noakhali
Location of Noakhali District in Bangladesh
Location of Noakhali District in Bangladesh

Expandable map of Noakhali District
Coordinates: 22.70°N 91.10°E
Country Bangladesh
DivisionChittagong Division
Established1821
Government
 • Deputy CommissionerMohammad Khurshed Alam Khan
Area
 • District4,202.70 km2 (1,622.67 sq mi)
 • Metro
369.59 km2 (142.70 sq mi)
Population
 (2011census)
 • District3,109,078
 • Density740/km2 (1,900/sq mi)
Demonym(s)Noakhalian, Noakhailla
Literacy rate
 • Total70.65%
Time zoneUTC+06:00 (BST)
Postal code
3800
HDI (2018)0.596[1]
medium · 11th of 21
Websitewww.noakhali.gov.bd
বাংলাদেশ ব্যাংকে স্নাতক–স্নাতকোত্তরে ২০০ জনের চাকরি, নেই আবেদন ফি

বাংলাদেশ ব্যাংকে স্নাতক–স্নাতকোত্তরে ২০০ জনের চাকরি, নেই আবেদন ফি

 বাংলাদেশ ব্যাংকে স্নাতক–স্নাতকোত্তরে ২০০ জনের চাকরি, নেই আবেদন ফি

বাংলাদেশ ব্যাংক একাধিক শূন্যপদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও।


পদের নাম: ক্যাশ অফিসার
পদের সংখ্যা: ২০০

আবেদনের যোগ্যতা
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে ন্যূনতম একটি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না।

বয়স

গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয়। ১৮ মার্চে প্রথম মৃত্যু হয় বাংলাদেশে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। তাই সরকার চাকরির আবেদনের জন্য বয়সসীমা কমিয়ে দেয়। গত বছর ২৫ মার্চ যাঁদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ ব্যাংক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন erecruitment.bb.org.bd ঠিকানায় করতে পারবেন


বেতন ও সুযোগ–সুবিধা
বেতন স্কেল ১৬০০০-৩৮৬৪০ টাকা।


আবেদনের সময়
২১ অক্টোবরের মধ্যে আবেদনপ্রক্রিয়া শেষ করতে হবে।


**চাকরির খবর, পরামর্শ ও প্রস্তুতির জন্য নিয়মিত বঙ্গ বার্তা পড়ুুন।


বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে একটি শরণার্থী শিবিরে ইসলামিক সেমিনারিতে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে একটি শরণার্থী শিবিরে ইসলামিক সেমিনারিতে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।

 


রোহিঙ্গা শরণার্থী শিবিরে হামলায় সাতজন নিহত: বাংলাদেশ পুলিশ
পুলিশ বলছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে একটি শরণার্থী শিবিরে ইসলামিক সেমিনারিতে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে একটি ইসলামিক সেমিনারিতে হামলাকারীরা অন্তত সাতজন নিহত হয়েছে, বাংলাদেশি পুলিশ জানিয়েছে।

আঞ্চলিক পুলিশ প্রধান শুক্রবার এএফপি নিউজ এজেন্সিকে বলেন, হামলাকারীরা কিছু ভিকটিমকে গুলি করে হত্যা করে এবং অন্যদের ছুরি দিয়ে ছুরিকাঘাত করে। কতজন আহত হয়েছে তা জানায়নি পুলিশ। "ঘটনার পরপরই আমরা একজন হামলাকারীকে গ্রেপ্তার করেছি," একটি সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের আঞ্চলিক প্রধান শিহাব কায়সার খান সাংবাদিকদের বলেছেন। ওই ব্যক্তিকে একটি বন্দুক, ছয় রাউন্ড গোলাবারুদ এবং একটি ছুরি পাওয়া গেছে, তিনি যোগ করেছেন।

তিন সপ্তাহ আগে বিস্তীর্ণ ক্যাম্পে রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা মহিবুল্লাহকে তার কার্যালয়ের বাইরে গুলি করে হত্যা করার পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে। মন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে মাদকের প্রবেশ ও বিক্রি রোধে নজরদারি এবং সীমান্ত টহল জোরদার করা হবে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একমাত্র আন্তঃসীমান্ত নদী নাফ নদীর ওপর নজরদারি জোরদার করা হবে, যোগ করেন তিনি। কামাল বলেন, ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ পর্যায়ে এবং ক্যাম্প জুড়ে বেশ কিছু ওয়াচ টাওয়ার রয়েছে যাতে গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। রোহিঙ্গা কর্মীরা বলছেন, শিবিরগুলোতে "ভয়ের পরিবেশ" বাড়ছে, মহিবুল্লাহ হত্যার পর থেকে তাদের মধ্যে কয়েকজনকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে।

গত ডিসেম্বরে বাংলাদেশ, যেখানে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আবাসিক, ২০,০০০ শরণার্থীকে ভাসানচর দ্বীপে স্থানান্তরিত করেছে। . এটি প্রত্যন্ত দ্বীপে উদ্বাস্তুদের সুবিধার্থে জাতিসংঘের সাথে একটি চুক্তি স্বাক্ষর করার পরে অতিরিক্ত 80,000 লোককে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে। ভাসানচর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে 50 কিলোমিটার (31 মাইল) দূরে এবং রাজধানী ঢাকার প্রায় 193 কিলোমিটার (120 মাইল) দক্ষিণে অবস্থিত। , যেখানে সরকার 1,400টি ক্লাস্টার হাউস নির্মাণ করেছে, প্রতিটি 16টি কক্ষ নিয়ে গঠিত।

সোর্স: নিউজ এজেন্সি

Friday, October 22, 2021

অষ্টম শ্রেণি পাসে চাকরি দেবে আরএফএল গ্রুপ

অষ্টম শ্রেণি পাসে চাকরি দেবে আরএফএল গ্রুপ

 অষ্টম শ্রেণি পাসে চাকরি দেবে আরএফএল

শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘ড্রাইভার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
অভিজ্ঞতা: ০২ বছর
লাইসেন্স: বৈধ ড্রাইভিং লাইসেন্স

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২০-৪৫ বছর
বেতন: আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা

যা প্রয়োজন: পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র ও ২ কপি ছবি।

সাক্ষাৎকারের সময়সূচি
jagonews24

Monday, October 18, 2021

"ঢাকা বিশ্ববিদ্যালয়ে" শিক্ষক নিয়োগ

"ঢাকা বিশ্ববিদ্যালয়ে" শিক্ষক নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়

"ঢাকা বিশ্ববিদ্যালয়" শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির আরবি বিভাগে সহযোগী অধ্যাপক নেওয়া হবে


বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে
আবেদন করতে পারেন যে কেউ।

পদের নাম: সহযোগী অধ্যাপক

বিভাগ: আরবি বিভাগ

পদসংখ্যা: ১

যোগ্যতা: আরবি বিষয়ে পিএইচডি/সমমানের ডিগ্রি, বিশ্ববিদ্যালয় কিংবা উচ্চতর কোনো গবেষণা প্রতিষ্ঠানে সাত বছরের শিক্ষাদান এবং গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা

যেভাবে আবেদন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এক হাজার টাকা মূল্যের পে-অর্ডার করে সার্টিফিকেট, মার্কসশিট, অভিজ্ঞতার সনদসহ ১১ কপি আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর ২০২১।

চাকরির আবেদন করার নিয়ম

চাকরির আবেদন করার নিয়ম

 


চাকরির আবেদন পত্র লেখার নিয়ম :

আমরা বিভিন্ন প্রয়ােজনে আবেদনপত্র লিখে থাকি। পড়াশুনা শেষ করে বা পড়াশুনা চলাকালীন অবস্থায় আমরা চাকরির জন্য আবেদন করি। যে আবেদনপত্র কোনাে ব্যবসায়িক বা শিক্ষাপ্রতিষ্ঠান বা সংস্থার কোনাে পদে নিয়ােগ প্রাপ্তির উদ্দেশ্যে লেখা আবেদনপত্র বলা হয়। 

চাকরির আবেদনপত্র লেখা ও পাঠানাের সময় কতিপয় নিয়ম অনুসরণ করতে হয়। শত উপস্থাপিত হলােー


১. চাকরির ক্ষেত্রে ভাষাগত দক্ষতা খুবই আবশ্যক। এজন্য কর্তৃপক্ষের নজর কাড়ার উদ্দেশ্যে আবেদনপত্র হতে হয় সুলিখিত, সুন্দর ও নির্ভুল। 

২. তারিখ : আবেদনপত্রের শুরুতে বামদিকে তারিখ উল্লেখ করতে হয়। 

৩. প্রারম্ভিক শব্দ : তারিখ উল্লেখের পর বরাবর’ শব্দটি লিখতে হয়। 

৪. প্রাপকের নাম/পদবি ও ঠিকানা : চাকরির আবেদনপত্রের এ অংশে নিয়ােগকর্তার পদ ও নিয়ােগকারী প্রতিষ্ঠানের ঠিকানা লিখতে হয়। অনেকসময় দেখা যায়, নিয়ােগকারী প্রতিষ্ঠান গােপনীয়তা রক্ষা বা যেকোনাে ধরনের ঝামেলা এড়াতে তাদের ঠিকানা উল্লেখ না করে পােস্ট বক্স নম্বর উল্লেখ করে বা কোনাে পত্রিকার মাধ্যমে আবেদনপত্র আহ্বান করে। এ অবস্থায় অবশ্যই পােস্ট বক্স নম্বর উল্লেখ করে বা পত্রিকার ঠিকানা বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। সাম্প্রতিক সময়ে অনেক প্রতিষ্ঠান বিভিন্ন জবসাইটের মাধ্যমে জীবনবৃত্তান্ত আহ্বান করে। 

৫. বিষয় : প্রাপকের নাম/পদবি, ঠিকানার পর অবশ্যই প্রার্থিত পদের নাম উল্লেখ করে তা বিষয় হিসেবে লিখতে হয় ।

৬. সম্বােধন ও বিজ্ঞপ্তির সূত্র : বিষয়ের পর জনাব/মহােদয়/মহাত্মন’ বলে যথাযথ সম্বােধন করে বিজ্ঞপ্তির সূত্র ও তারিখ বা বিশ্বস্ত সূত্রের কথা উল্লেখ করতে হয়। 

৭. প্রয়ােজনীয় তথ্য : এ পর্যায়ে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য (নাম, মাতা-পিতার নাম, জন্ম তারিখ, ধর্ম, জাতীয়তা, বৈবাহিক অবস্থা), স্থায়ী ও অস্থায়ী ঠিকানা, যােগাযােগের উপায় (মােবাইল/ফোন নম্বর, ই-মেইল আইডি), শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সঠিকভাবে উল্লেখ করতে হয়। 

৮. অতিরিক্ত তথ্য : এক্ষেত্রে অতিরিক্ত যােগ্যতা, প্রশিক্ষণ, ভাষিক দক্ষতা প্রভৃতি সন্নিবেশ করতে হয়। 

৯. সংযুক্তি : আবেদনপত্রের শেষে, আবেদনপত্রে উল্লিখিত তথ্য প্রমাণের জন্য পরীক্ষার সনদপত্র, প্রশংসাপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্যতােলা পাসপোের্ট আকারের ছবি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, চাহিদাসাপেক্ষে দুজন বিশিষ্ট ব্যক্তির প্রশংসাপত্র সংযুক্ত করতে হয়।


চাকরির আবেদন পত্রের উদাহরণ



২ মার্চ ২০১৭ 
বরাবর 
ব্যবস্থাপক 
(ঠিকানা)
বিষয় : অফিস সহকারী পদের জন্য আবেদন। 

জনাব,
 
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, গত ১৮.০৮.২০২১তারিখে “বঙ্গ বার্তা'’-এ বিজ্ঞপ্তির সুবাদে অবগত হয়েছি যে, আপনার প্রতিষ্ঠানে কয়েকজন অফিস সহকারী নিয়ােগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার যােগ্যতা ও অভিজ্ঞতা আপনার সুবিবেচনার জন্য নিচে উপস্থাপন করছি 

ব্যক্তিগত তথ্য


নাম                              :... ..................... 
পিতার নাম                   : .........
মাতার নাম                   : 
জন্ম তারিখ                  :.....
জাতীয়তা                     :
ধর্ম                               :......... .
বৈবাহিক অবস্থা           : 
বর্তমান ঠিকানা            : 
স্থায়ী ঠিকানা                : 

যােগাযােগ 

মােবাইল/ফোন নম্বর : +৮৮০১...... 
ই-মেইল : .................@.......com 


শিক্ষাগত যােগ্যতা 

শিক্ষাগত যােগ্যতা


অভিজ্ঞতা

১. 
২. 

অতএব মহােদয়ের সমীপে নিবেদন এই যে, উপরিউক্ত যােগ্যতার বিবেচনায় আমাকে উক্ত পদে নিয়ােগ দেওয়ার জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি । 

নিবেদক 
রবিউল হোসেন
নোয়াখালী।


সংযুক্তি 

১. সকল পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি। 
. প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি। 
৩. অভিজ্ঞতার সনদের ফটোকপি। 
৪. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ। 
৫. সদ্যতােলা পাসপাের্ট আকারের তিন কপি ছবি।

Sunday, October 17, 2021

সৌরজগতের রহস্য উদ্ধারে বৃহস্পতি গ্রহের পথে মহাকাশযান 'লুসি'

সৌরজগতের রহস্য উদ্ধারে বৃহস্পতি গ্রহের পথে মহাকাশযান 'লুসি'


পৃথিবী ছেড়ে বৃহস্পতির দিকে রওনা হয়েছে 'লুসি'

ছবির উৎস,

ছবির ক্যাপশান,

পৃথিবী ছেড়ে বৃহস্পতির দিকে রওনা হয়েছে 'লুসি'

জুপিটার বা বৃহস্পতিগ্রহের কাছে যেসব গ্রহাণু ঘুরে বেড়াচ্ছে, সেগুলো পরীক্ষানিরীক্ষা করে দেখতে একটি মহাকাশযান পাঠিয়েছে নাসা।

কীভাবে সৌরজগৎ তৈরি হয়েছে, এই অভিযান সেই রহস্য উম্মোচনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

একে বলা হচ্ছে, সৌরজগতের 'জীবাশ্ম' খোঁজার অভিযান।

শনিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে 'লুসি' নামের এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছে।

বৃহস্পতিগ্রহের কক্ষপথে গ্যাসের যে বিশাল আস্তরণ আছে, সেখানে গ্রহাণুর যে ঝাঁক বেধে ঘুরতে থাকে, সেই গ্রহাণুগুলো পর্যবেক্ষণ করবে মহাকাশ প্রোব লুসি।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা'র বিজ্ঞানীরা বলছেন, গ্রহগুলোর গঠন হওয়ার সময় এসব বস্তু অবশিষ্টাংশ হিসাবে রয়ে গেছে।

ফলে ট্রোজান নামে পরিচিত এসব গ্রহাণুর ভেতরে সৌরজগতের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র থাকতে পারে বলে মনে করা হয়।

আগেও গ্রহাণু পর্যবেক্ষণে মহাকাশযান পাঠিয়েছে নাসা।

ছবির উৎস,বb

ছবির ক্যাপশান,

আগেও গ্রহাণু পর্যবেক্ষণে মহাকাশযান পাঠিয়েছে নাসা।

আগামী ১২ বছর ধরে এই মিশনের পেছনে ৯৮ কোটি ১০ লাখ ডলার খরচ করার পরিকল্পনা করেছে নাসা। এর আগেও গ্রহাণু পর্যবেক্ষণে মহাকাশযান পাঠিয়েছে নাসা।

এই সময় ধরে লুসি সাতটি ট্রোজান (গ্রহাণু) পর্যবেক্ষণ করবে।

আফ্রিকা থেকে পাওয়া মানবদেহের একটি সুপরিচিত ফসিলের নাম 'লুসি'- যার মাধ্যমে আমরা পূর্বপুরুষদের সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি।

ওই নাম থেকেই নাসার এই মিশন অনুপ্রেরণা নিয়েছে-এবং নামটিও। পার্থক্য হল এই মহাকাশযানটি ইতিহাস খুঁজবে পৃথিবী থেকে লাখ লাখ কিলোমিটার দূরের একটি গ্রহে এবং বৃহস্পতিগ্রহের সঙ্গে সঙ্গে সূর্যের চারদিকে ঘুরবে।

লুসি তার সরঞ্জাম ব্যবহার করে একেকটা শহর আকৃতির এসব বস্তু পরীক্ষানিরীক্ষা করবে।

লুসি তার সরঞ্জাম ব্যবহার করে একেকটা শহর আকৃতির এসব বস্তু পরীক্ষানিরীক্ষা করবে।

কলোরাডোর সাউথওয়েস্ট রিসার্চ ইন্সটিটিউটের পক্ষে লুসি'র প্রধান পরীক্ষক হ্যাল লেভিশন ব্যাখ্যা করে বলছেন, ''ট্রোজান গ্রহাণুগুলো বৃহস্পতিগ্রহের কক্ষপথে ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে। তারা বৃহস্পতি আর সূর্যের মহাকর্ষীয় প্রভাবে আটকে আছে। সৌরজগতের শুরুতে যদি সেখানে কোন বস্তু রাখা হয়, তাহলে সেটা চিরদিন সেভাবেই থাকবে। সুতরাং এটা বলা যায়, এগুলো আসলে কোন গ্রহ থেকে গঠিত জীবাশ্ম।''

লুসি তার সরঞ্জাম ব্যবহার করে একেকটা শহর আকৃতির এসব বস্তু পরীক্ষানিরীক্ষা করবে। এগুলোর আকার, গঠন, ভূপৃষ্ঠের উপাদান, তাপমাত্রা এবং কী দিয়ে তৈরি- এসব বিষয় পরীক্ষা করবে।

এর পাশাপাশি বৃহস্পতি গ্রহের আশেপাশে অন্য যেসব গ্রহাণু আসবে, সেগুলোও পরীক্ষা করে দেখবে লুসি।

এই মহাকাশ অভিযানে লুসি ছয়শো কোটি কিলোমিটার পথ পাড়ি দেবে, যা একসময় অসম্ভব বলে ভাবা হতো।

ভিডিওর ক্যাপশান,

রকেটের মসৃণ অবতরণের পথে যত চড়াই-উৎরাই | Video source: BBC 

all copyright Reserve by : bongo-barta

CEO : ROBIUL HOSSAIN