Saturday, October 16, 2021

ডিজিটাল নিরাপত্তা অনলাইন কোর্স

 

কোর্সের বিবরণ 


তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সমাজের সকল শ্রেণিপেশার মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে জ্ঞানভিত্তিক ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে কাজ করে চলেছে সরকার যাকে সম্মিলিতভাবে বলা হয় ই-গভর্নমেন্ট। বাংলাদেশ সরকার বিভিন্ন ক্ষেত্রে ই-গভর্নেন্স কার্যক্রম পরিচালনার ফলে সকলের দৈনন্দিন ও দাপ্তরিক কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার ও ইলেক্ট্রনিক যোগাযোগের গোপনীয়তা, জবাবদিহিতা ও কার্যকারিতা নিশ্চিত করার জন্য সবার ডিজিটাল নিরাপত্তা সচেতনতা থাকা অপরিহার্য। এই বিষয়ে সকলের দক্ষতা বৃদ্ধির জন্য চালু করা হয়েছে এই কোর্স। কোর্সটি করে আপনি ডিজিটাল নিরাপত্তার খুঁটিনাটি বিভিন্ন বিষয়াদি সম্পর্কে জানতে পারবেন এবং ডিজিটাল স্পেসে নিজের এবং আপনার প্রতিষ্ঠানের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মৌলিক দক্ষতা অর্জন করবেন।

কোর্সের উদ্দেশ্য

এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আপনি-

  • ডিজিটাল নিরাপত্তার প্রাথমিক ধারণা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবেন
  • নিরাপদে ইমেইল ব্যবহার করতে পারবেন
  • সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিরাপদ থাকবেন 
  • স্মার্টফোন ও অ্যাপ ব্যবহারে সচেতন হবেন
  • অনলাইনে নিরাপদে আর্থিক লেনদেন করতে সক্ষম হবেন
  • ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট এবং বিভিন্ন ধরনের ভাইরাস থেকে নিরাপদ থাকতে পারবেন
  • সাইবার ক্রাইমের শিকার হলে প্রাথমিকভাবে ব্যবস্থা নিতে পারবেন
source: bangladesh.gov.bd  
bongo-barta.blogspot.com 

SHARE THIS

Author: