Saturday, October 16, 2021

বিনা খরচে "আমেরিকায় ১ বছর পড়ার সুযোগ"

বিনা খরচে "আমেরিকায় ১ বছর পড়ার সুযোগ"

 এখন পর্যন্ত ৩৯২ জন শিক্ষার্থী ইয়েস প্রোগ্রামে পড়াশোনা করেছে। ছবি: বিজ্ঞপ্তি
এখন পর্যন্ত ৩৯২ জন শিক্ষার্থী ইয়েস প্রোগ্রামে পড়াশোনা করেছে।

বাংলাদেশে হাইস্কুলের শিক্ষার্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ সামনে এসেছে। এ সুযোগ এনে দিয়েছে কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি বা (ওয়াইইএস) নামের একটি প্রোগ্রাম। এ প্রোগ্রামের মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা আমেরিকান পরিবারের আতিথেয়তায় এক শিক্ষাবর্ষ অবস্থান করবে এবং আমেরিকার হাইস্কুলে লেখাপড়ার সুযোগ পাবে।
ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেনেডি-লুগার ওয়াইইএস প্রোগ্রামের মাধ্যমে ২০২২-২৩ শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ইয়েস বৃত্তি একটি মেধাভিত্তিক ও উন্মুক্ত কার্যক্রম। এতে বিনা মূল্যে আবেদন করা যাবে। বাংলাদেশের তিন শতাধিক স্কুলশিক্ষার্থী এখন পর্যন্ত ইয়েস কার্যক্রমে অংশগ্রহণ করেছে।যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নে ওয়াইইএস প্রোগ্রামের আওতায় বাংলাদেশের ৮-১১ গ্রেডের হাইস্কুলের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য বৃত্তি প্রদান করা হয়। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরা আমেরিকানদের কাছে বাংলাদেশি সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরারও সুযোগ পেয়ে থাকে। প্রতিবন্ধী শিক্ষার্থীরাও এ কার্যক্রমে সুযোগ পেতে পারে এবং তাদের অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ অক্টোবর বাংলাদেশের স্থানীয় সময় বিকেল চারটা।
বৃত্তির আবেদনের জন্য প্রয়োজন
* বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে হতে হবে। ১৫ বছরের ১ দিন কমও নয়, আবার ১৭ বছরের ১ দিন বেশিও নয়।
* বর্তমানে বাংলাদেশি উচ্চবিদ্যালয়ে বা কলেজের (মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান) অষ্টম, নবম, দশম বা একাদশ শ্রেণিতে ভর্তি থাকতে হবে।
* বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি নাগরিকেরা আবেদনের জন্য যোগ্য হবে না।
* ইংরেজিতে কথা বলা ও লেখাপড়ার জন্য ইংরেজি ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে।
* গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করে থাকলে তা মোট ৯০ দিনের বেশি হতে পারবে না।
* আবেদনকারী প্রার্থীর মা–বাবার যে কেউ অথবা উভয়ই যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্র মিশনের বর্তমান কর্মী হতে পারবেন না।
* পরিবার ও আত্মীয়দের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসনের আবেদনকারী প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য হবে না।
* বাংলাদেশি নাগরিক হতে হবে এবং যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের দ্বৈত নাগরিক বা স্থায়ী অভিবাসী হতে পারবে না।
* যুক্তরাষ্ট্রের জে-১ ভিসার জন্য যোগ্যতার শর্তাবলি পূরণ করতে হবে (উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা জে-১ ভিসার জন্য যোগ্য নয়)।
যে যে যোগ্যতা বৃত্তিপ্রাপ্তিতে সহায়ক হতে পারে
*এক শিক্ষাবর্ষের জন্য নিবিড় শিক্ষা কার্যক্রম, সামাজিক সেবাকর্ম ও শিক্ষাসফরে পুরোপুরি অংশ নেওয়ার আগ্রহ ও সক্ষমতা।
* আমেরিকার হাইস্কুলজীবনের সঙ্গে খাপ খাওয়ানো এবং আমেরিকান কোনো পরিবারের আতিথেয়তায় থাকার প্রস্তুতি।
*পরিণত, দায়িত্বশীল, স্বনির্ভর, আত্মবিশ্বাসী, মুক্তমনা, সহনশীল, চিন্তাশীল ও অনুসন্ধানী বৈশিষ্ট্য।*নিবিড় শিক্ষা কার্যক্রম, সামাজিক সেবাকর্ম ও শিক্ষাসফরে পুরোপুরি অংশ নেওয়ার আগ্রহ ও সক্ষমতা, ক্যাম্পাস–জীবনের সঙ্গে সহজভাবে মানিয়ে নেওয়া, জায়গা ভাগাভাগি করে থাকার প্রস্তুতি, নিজ দেশের থেকে ভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক রীতির সঙ্গে মানিয়ে নেওয়ার আগ্রহ ও সক্ষমতা।
*আমেরিকার স্কুল ও জনসমাজে বাংলাদেশি সংস্কৃতিকে যথাযথভাবে উপস্থাপন করার সক্ষমতা।
*কার্যক্রম শেষে বাংলাদেশে ফিরে আসার প্রতিশ্রুতি।
ইয়েস প্রোগ্রামের বিস্তারিত এবং আবেদনের বিস্তারিত নির্দেশাবলি জানা যাবে http://www.iearnbd.org/–তে। আর আবেদনপত্র https://bd.usembassy.gov/education-culture/student-exchange-programs/–এ পাওয়া যাবে।

শিক্ষা মন্ত্রণালয়- বঙ্গ বার্তা

শিক্ষা মন্ত্রণালয়- বঙ্গ বার্তা

 

শিক্ষা মন্ত্রণালয়গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
National-Portal-Card-PM

নো মাস্ক নো সার্ভিস। করোনাভাইরাসের বিস্তার রোধে এখনই ডাউনলোড করুন Corona Tracer BD অ্যাপ। ডাউনলোড করতে ক্লিক করুন https://bit.ly/coronatracerbd। নিজে সুরক্ষিত থাকুন অন্যকেও নিরাপদ রাখুন। দেশের প্রথম ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম 'একদেশ'- এর মাধ্যমে আর্থিক অনুদান পৌঁছে দিন নির্বাচিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে। ভিজিট করুন ekdesh.ekpay.gov.bd অথবা “Ek Desh” অ্যাপ ডাউনলোড করুন। করোনার লক্ষণ দেখা দিলে গোপন না করে ডাক্তারের পরামর্শের জন্য ফ্রি কল করুন ৩৩৩ ও ১৬২৬৩ নম্বরে। বঙ্গ বার্তর সাথেইথেইথেথ করোনাভাইরাস প্রতিরোধে নিয়ম মেনে মাস্ক ব্যবহার করুন। আতঙ্কিত না হয়ে বরং সচেতন থাকুন। ভিজিট করুন corona.gov.bd  বঙ্গ বার্তা  সাথেই থাকুন  

আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার - bongo barta

অন্যান্য ভিডিও

ফল আর্মিওয়ার্ম পর্যবেক্ষণ ও সনাক্তকরণ

বন্যার সময় কি করণীয়

ডিজিটাল নিরাপত্তা অনলাইন কোর্স

ডিজিটাল নিরাপত্তা অনলাইন কোর্স

 

কোর্সের বিবরণ 


তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সমাজের সকল শ্রেণিপেশার মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে জ্ঞানভিত্তিক ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে কাজ করে চলেছে সরকার যাকে সম্মিলিতভাবে বলা হয় ই-গভর্নমেন্ট। বাংলাদেশ সরকার বিভিন্ন ক্ষেত্রে ই-গভর্নেন্স কার্যক্রম পরিচালনার ফলে সকলের দৈনন্দিন ও দাপ্তরিক কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার ও ইলেক্ট্রনিক যোগাযোগের গোপনীয়তা, জবাবদিহিতা ও কার্যকারিতা নিশ্চিত করার জন্য সবার ডিজিটাল নিরাপত্তা সচেতনতা থাকা অপরিহার্য। এই বিষয়ে সকলের দক্ষতা বৃদ্ধির জন্য চালু করা হয়েছে এই কোর্স। কোর্সটি করে আপনি ডিজিটাল নিরাপত্তার খুঁটিনাটি বিভিন্ন বিষয়াদি সম্পর্কে জানতে পারবেন এবং ডিজিটাল স্পেসে নিজের এবং আপনার প্রতিষ্ঠানের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মৌলিক দক্ষতা অর্জন করবেন।

কোর্সের উদ্দেশ্য

এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আপনি-

  • ডিজিটাল নিরাপত্তার প্রাথমিক ধারণা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবেন
  • নিরাপদে ইমেইল ব্যবহার করতে পারবেন
  • সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিরাপদ থাকবেন 
  • স্মার্টফোন ও অ্যাপ ব্যবহারে সচেতন হবেন
  • অনলাইনে নিরাপদে আর্থিক লেনদেন করতে সক্ষম হবেন
  • ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট এবং বিভিন্ন ধরনের ভাইরাস থেকে নিরাপদ থাকতে পারবেন
  • সাইবার ক্রাইমের শিকার হলে প্রাথমিকভাবে ব্যবস্থা নিতে পারবেন
source: bangladesh.gov.bd  
bongo-barta.blogspot.com 
"উচিত শিক্ষা হলো মহাজনের (গোপাল ভাড়)"

"উচিত শিক্ষা হলো মহাজনের (গোপাল ভাড়)"




"একবার গোপাল গ্রামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। 
আজ দেব, কাল দেব করে সে টাকা আর শোধ করতে পারেনি। একদিন সেই লোক গোপালকে হাটের মধ্যে পাকড়াও করে বললেন, আমার টাকাগুলো দিয়ে দাও তো গোপাল, নইলে আজ আর তোমায় ছাড়ব না। এই এত লোকের সামনে আজ তোমায় অপমান করব, দেখি তুমি টাকা না দিয়ে কোথা যাও বাছাধন।"

মহাজনের কাছে অপমানিত হয়ে গোপাল বলল, টাকা কি দেব না বলেছি নাকি? আপনার টাকা আমি আগামীকালই দিয়ে দেব। পরশু সকালেই আমার বাড়িতে চলে আসুন। আমি টাকা শোধ করে দেব। সামান্য টাকার জন্য এত অপমান! আসুন পরশু আমার বাড়ি, যে করেই হোক আপনার টাকা আমি পরিশোধ করার ব্যবস্থা করবই।

গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবলেন গোপাল যখন এত লোকের সামনে কথা ছিল তখন পরশু দিন যেভাবেই হোক টাকা পরিশোধ করবেই। এই ভেবে পরমু মহাজন গোপালের বাড়িতে গিয়ে হাজির হল। কই হে গোপাল টাকা দেবে বলেছিলে দাও, আমি ঠিক সময় মত এসেছি। মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে বেরিয়ে এসে বলল, কাকভোরে ছুটে এসেছেন, দয়া করে বাড়ির দাওয়ায় একটু বিশ্রাম করুন- আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি। আপনি কষ্ট করে এসেছেন প্রাণের টানে তাতেই আমি কৃতার্থ। আমার বাড়ি আজ পবিত্র হল।   bongo-barta

মহাজন তো এখনই টাকা পাবে ভেবে মনে মনে হাসতে লাগল আর গোপালের বাড়ির দাওয়ায় বসে হাটু দোলাতে লাগল। কিছুক্ষণ পর মহাজন দেখলেন গোপাল আর গোপালের বড় ছেলে, সামনের বড় বাগানে পাঁচ হাত অন্তর নারকেল চারা পুতঁছে। তা দেখে মহাজন গোপালকে অস্থির হয়ে বলল, এ কি করছ গোপাল? আমার যে বেলা হয়ে যাচ্ছে। আরো তো কাজকর্ম আছে আমার। গদিতে যেতে হবে, সকালে উঠেই এসেছি জলখাবারও খাওয়া হয়নি। বাড়িতে লোকজন আসবে, তাড়াতাড়ি কর।

গোপাল নারকেলের চারা পুঁততে পুঁততে বলল, দেখছেন তো চারা পুঁতছি। একটু বসুন না। এখনি হয়ে যাবে পোতাঁ। আপনার টাকার ব্যবস্থা করে তবে আজ জলগ্রহণ করবো। এই দেখুন। করছি কিনা আপনি আর একটু বসে নিজে দেখুন। আপনি অপেক্ষা করুন, হলো বলে। বিশ্বাস না হয় উঠে এসে দেখুন।

কাজ শেষ করে গোপাল কাছে এসে দাড়াঁতেই মহাজন জিজ্ঞেস করলে, সেই থেকে তো বসিয়ে রেখেছো- একটা তামাকও দিলে না, যাক কই টাকা দাও। আমার তাড়া আছে।

গোপাল মুচকি হেসে বলল, এতক্ষণ ধরে তো আপনার টাকা শোধের ব্যবস্থাই তো করলুম মশাই।

তার মানে? তুমি তো এখন নারকেলের চারা পুঁতলে। আমার টাকার ব্যবস্থা করলে কি করে?

গোপাল বলল, এই যে নারকেলের চারা পুঁতলাম তাতে নারকেল গাছ হবে এবং এতগুলো নাকেল গাছে যা ফল হবে তা তো আর কম নয়। দুবছরের নারকেলের টাকায় আপনার সব দায় দেনা শোধ হয়ে যাবেই। আপনাকে যখন কথা দিয়েছি আজই টাকা শোধের ব্যবস্থা করব, তাই ব্যবস্থা করে দিলাম। দুবছরের জন্য নারকেলের ইজরাও আপনাকে দিয়ে এলুম। আর ভাবছেন কেন, ধরুন আপনার টাকা বলতে গেলে নিশ্চিন্তে পেয়েই গেলেন সুদ সমেত।

গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেলল।

গোপাল বলল, এখন কি না টাকাটা নগদ পেয়ে গেলেন বলে হাসি আর ধরে না যে দাদার।

লেখা: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন robiahammed12321@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যেকোনো শুক্রবার প্রকাশিত হবে।

Friday, October 15, 2021

ব্যাংক এশিয়া এজেন্ট (কানকিরহাট)

ব্যাংক এশিয়া এজেন্ট (কানকিরহাট)





Bank asia agent banking 
কানকিরহাট মসজিদ মার্কেট, সেনবাগ,নোয়াখালী।
ব্যাংক এশিয়ার সেবা সমূহঃ     
কেশারপাড় ইউনিয়ন





এজেন্ট ব্যাংকিং “ব্যাংক এশিয়া”

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর অনুমোদিত সেবাসমূহঃ

০১। নগদ টাকা জমাদান (Deposit)।

০২। নগদ টাকা উত্তোলন (Withdraw)।

০৩। বিদেশ থেকে প্রেরিত অর্থ প্রদান (Foregin Remittance)।

০৪। নতুন একাউন্ট খোলার জন্য গ্রাহকের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ।

০৫। ঋনের কিস্তি পরিশোধ।

০৬। বিল (Utillity) বিল গ্রহন।

০৭। বেতন/ভাতা প্রদান।

০৮। তহবিল স্হানান্তর (Fund Transfer)

০৯। EFTN এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার (যে কোন ব্যাংক হিসাবে) ২৪ ঘন্টার মধ্যে

১০। RTGS এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার (যে কোন ব্যাংক হিসাবে) ১ ঘন্টার মধ্যে

১১। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ঋণ আবেদনের জন্য পূরণকৃত ফরম এবং প্রয়োজনীয় কাগজপত্র গ্রহন।

১২। ক্লিয়ারিং চেক গ্রহন।

১৩। মেয়াদী সঞ্চয়ী হিসাব (TDS)

১৪। ডিপোজিট

১৫। কৃষি ঋণ প্রদান।

১৬। এসএমই ঋণ প্রদান।

১৭। ক্ষুদ্র ও মাঝারী ঋণ প্রদান।

১৮।পাসপোর্ট ফি গ্রহণ।

১৯। পবিত্র হজ্জের টাকা জমা নেওয়া হয়

 

গ্রাহক যে সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেনঃ

০১ সকল লেনদেন এর তথ্য এসএমএস / প্রিন্টেড রশিদের মাধমে নিশ্চিত হবেন।
০২ সকল উত্তোলন গ্রাহক আঙ্গুলের ছাপ দ্বারা নিশ্চিত করবেন।
০৩ এজেন্ট অফিসের বাহিরে কোন লেনদেন করবেন না।
০৪ যে কোন প্রয়োজনে ব্যাংক এশিয়াতে দিন-রাত ২৪ ঘণ্টা ফোন করুনঃ ১৬২০৫

 

Powered by : bongo barta

All rights Reserve by : robiul Hossain

Copyright© 2021





Thursday, October 14, 2021

করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৬৬

করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৬৬

করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৬৬

করোনায় মৃত্যু
করোনায় মৃত্যু

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৩৭ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৬৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জনে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৪১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৬৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৪২ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ৪ জন। এ সময় ঢাকায় ৩, চট্টগ্রামে ২, রাজশাহীতে ১ ও খুলনায় ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।